আজ ২১ মে রোজ শনিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
বিজ্ঞাপন
ধনু
কোনো যোগাযোগে উৎসাহিত হবেন। পরিবেশ অনুকূলে থাকবে। মানসিক চাপ কমবে। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। পেশায় পরিকল্পনার বাস্তবায়ন বাড়বে। শরীরের যত্ন নেবেন।
মকর
প্রত্যাশা পূরণের কোনো সুযোগ আসতে পারে। কোনো কাজে আর্থিকভাবে লাভবান হতে পারেন। ব্যক্তিত্বের সংঘাত এড়িয়ে চলুন। সাবধানে থাকলে ভালো থাকবেন। মন ভালো রাখুন।
কুম্ভ
নিজের ভাবনাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। বাড়তি উপার্জন হতে পারে। কাজে দক্ষতার পরিচয় দিতে পারবেন। জীবনের লক্ষ স্থির করে ধৈর্য ধরে লেগে থাকতে পারলে সফলতা পাবেন।
মীন
কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। আপনার কাজে অন্যদের প্রভাবিত করতে পারবেন। আশা পূরণে বাধাবিঘ্ন দূর হবে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। ইতিবাচক মনোভাবে লাভবান হবেন।
মেষ
কোনো শুভ সংবাদ পেতে পারেন। দৈনন্দিন কাজকর্মে সাফল্য ও সুনাম আসবে। আর্থিক বিষয়ে দুশ্চিন্তা কমবে। নতুন কোনো বিষয় আলোচনায় আসবে। সেরা কাজগুলো গতি পাবে। প্রিয়সঙ্গ আনন্দ দেবে।
বৃষ
পুরনো সমস্যা কিছুটা মিটবে। ব্যবসা-বাণিজ্য প্রসারের সুবাতাস বইতে পারে। আগের তুলনায় মানসিক চাপ কমবে। সঠিক পথে চলতে গেলে সব কিছুই বিচার করতে হবে। কাজে কৌশলী হতে হবে।
মিথুন
কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। বৈদেশিক যোগাযোগে লাভবান হবেন। ব্যবসায় শুভ পরিবর্তন হতে পারে। দ্রুত লক্ষ্য অর্জনের চেষ্টা করবেন না। ধৈর্য ধরে সময় নিন। আবেগ নিয়ন্ত্রণ করুন।
কর্কট
নতুন কোনো উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি হতে পারে। অনাদায়ী অর্থ প্রাপ্তিতে বেগ পেতে হবে। ব্যবসায় বাড়তি চাপ আসবে। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠবেন।
সিংহ
জনহিতকর কাজে জড়িত হতে পারেন। যৌথ কাজে অগ্রগতি হবে। পুরনো সমস্যা কিছুটা মিটবে। আপনার আশাবাদী মনকে আরো উজ্জীবিত করুন। প্রয়োজন হলে কর্মপদ্ধতিতে পরিবর্তন আনুন।
কন্যা
কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। অধীন কর্মচারীর কারণে কোনো সমস্যা হতে পারে। পথ চলায় সতর্ক থাকুন। যেকোনো সমস্যায় নিকটজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিন।
তুলা
অপ্রত্যাশিত কিছু পেতে পারেন। বাড়তি আয়ের সম্ভাবনা আছে। ব্যাবসায়িক কাজে অগ্রগতি হবে। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন। বিনোদন ও রোমান্স শুভ।
বৃশ্চিক
আর্থিক যোগাযোগ ফলপ্রসূ হতে বিলম্ব হবে। গুরুদায়িত্ব পালনে অনীহা আসবে। পরিবার ও নিকট আত্মীয়দের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। বিতর্ক ও বিরোধ থেকে সরে দাঁড়াতে হবে।